নন্দিনী একটি ছন্দ নাম





নন্দিনী একটি ছন্দ নাম

বিমল ত্রিপুরা
-----------------------------------------
কিছু হাড়িয়ে যাওয়া মন থেকে,
বেদনার ছায়ায় মগ্নতায়,
তোষের অনলে নিজেকে মিলিয়ে নেয়া।
স্বপ্ন আঁকার আগেই মুছে যাওয়া,
ছেলে খেলার মতো সৈকতের বালু চরে।
চোখের নিমিষেই উড়ে যায় সবকিছু।
বিষাদময় অনাকাঙ্খিত জীবন কোথা থেকে শুরু হয়েছিল সমাধানে নেই।
বার বার ফিরে তাকাতে চেষ্টা করি পশ্চাতে,
কোন এক ধূষর বর্ণের মাঝে ডুবে থাকে সবকিছু,
ধরা দেয়না সে তো।
শুধু বারিয়ে তোলে মূহূর্তের সব কথা,
ভাবিয়ে তোলে সব স্মৃতি।
অদেখা কিংবা অজানা বিস্মৃতি,
বেদনায় বিভূরতা যেন এক কাব্য, ছন্দ,
হয়তো রক্তাক্তের মতো কষ্ট দেয়।
তবুও ফিরে তাকাতে চেষ্টা করি।
অধরাই রয়ে যায় না পাওয়া ভালবাসার অস্পর্সতার স্মৃতি।
আমি সর্বদাই প্রহর গুণী,
ভালো থেক প্রিয় নন্দিনী।

Post a Comment

0 Comments

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়:Biltwo Tripura.