আজকের কবিতা

 



          আক্ষেপ

           লেখকঃ বিমল ত্রিপুরা

------------------------------------------------

নিলীমার নীলে সব রাঙ্গিয়ে গগন,

তারই নিচে ঠুকা ঠুকা সাদা মেঘের খেলা।

বৈকাল রোদে বেশ মানাতো,

কোলাহলে ঐ বয়ে যায় বেলা।

দক্ষিণা বাতাসে ঢেউ খেলে যায়,

করে ঝিকিমিকি সূর্য কিরণে।

এক পায়ে বক দাঁড়িয়ে কানায়,

গভির মনে শিকারে।

পাল তোলে মাঝি ধার বেয়ে চলে,

অচেনা রুক্ষ সুরে।

তরুণী এসে ঘাটে মনযোগের স্রবনে,

মনে হয় যেন সেই চেনা সুর,

ভাঙ্গা গলায় হাঁকে মাঝিরে।

আনমনা মাঝি ছুটেছে ঐ দূর প্রবাসে,

অভিমানী তরুণী রয়েছে ঘাটে।

নেই কোন সারা বিনদেশী মাঝির,

অপেক্ষায় সকাল, সন্ধ্যা, রাতে।

----------------------------------------------------

 ধন্যবাদ

Post a Comment

0 Comments

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়:Biltwo Tripura.