হারানো সেই কবিতা

 

ধূসর সব স্মৃতি

লেখকঃ- বিমল ত্রিপুরা

মনে পড়ে আজ সেই হারানো দিন,
মনে পরে সেই নিশী রাত।
কত কাল এলো গেলো জীবন নদীর বাঁকে,
দোলা দেয় যে বার বার।
সবগুলো দিন রেখেছি গুণে,
যে দিন গুলো ছিল তোমায় নিয়ে।
একটি দিবসও বাদ পরেনি,
সবই রেখেছি পাই পাই করে।
বেলী ফুলের সুবাস আর হাসনাহেনার গন্ধ,
আজও রয়েছে গাঁথা বিনি সুতার মালা,
মিলিয়েছি কিছু ছন্দ।
আজ তুমি নেই।
ছন্দ গুলো যেন আজ পথের ভিখারী হয়ে পড়ে আছে।
বলছে, তাঁকে নিয়ে সুর মেলাতে।
কিন্তু আমি যে আজ বড়ই ক্লান্ত।
তোমার রেখে যাওয়া দিন,
প্রত্যেকটা সময়ের ক্ষণ।
সব গুলো যে স্তুপের মতো হয়ে আছে আবরণ এই হৃদয় মাঝে।
টুপটুপ করে কুয়াশার ফুটা,
রয়েছে আজও স্মৃতির কোটা।
মাঝ রাতের এই নিঃসঙ্গ মনে,
শীতের কনকনে দাঁড়িয়ে দোয়ারে।
মনে পরেযায় সব হারানো কথা।
কোয়াশার ভারে হয়েছে ভারি,
পত্র পল্লবের শাখায়।
আবেগী গুধূলীর বেলা,
শেফালী ফুলের মালা,
অবেলায় যে শুকিয়ে যায়।
তবু শূণ্য হস্তে শূণ্য হৃদয়ে তোমায় ভাবি,
তুমি যে রয়েছ নিরবে,
আমি যে নির্বাকে ডাকি। 

Post a Comment

0 Comments

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়:Biltwo Tripura.